ঢাকা সোমবার, ১০ই নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক ১৪৩২


বরগুনায় বখাটের ৬ মাসের কারাদন্ড


৮ আগস্ট ২০১৯ ০৪:৪২

বরগুনায় শিশু শিক্ষার্থীদের গোপনাঙ্গ প্রদর্শণের অভিযোগে বাদশা (৩০) নামে এক বখাটেকে ৫ মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেল ৪ টার দিকে ভ্রাম্যমান আদালতে তাকে এ দন্ডাদেশ দিয়েছেন বরগুনার সহকারি কমিশনার (ভূমি) রুবাইয়া তাসনীম।

ঢলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আল-মামুন উজ্জল জানিয়েছেন, বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলো। এসময় ফুল ঢলুয়া গ্রামের আবদুল মজিদের ছেলে বাদশা নিজের পড়নের কাপড় উচিয়ে গোপনাঙ্গ প্রদর্শণ এবং ছাত্রীদের তার কাছে আসার আহবান জানিয়ে অশালীন ভাষা ব্যবহার করে। স্থানীয়রা তাকে ধরে গণপিটুনী দিয়ে আটকিয়ে রেখে পুলিশ ও প্রশাসনকে খবর জানান। বিকেল চারটার দিকে বরগুনার সহকারি কমিশনার (ভূমি) রুবাইয়া তাসনীম ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। বরগুনা থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানিয়েছেন, বাদশাকে কারাগারে পাঠানো হয়েছে।