ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২


ছেলের কাটা হাত নিয়ে এসপি অফিসে বাবা


৬ আগস্ট ২০১৯ ০৬:০১

মাদক ব্যবসায়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে মৎস্য খামারি শাহীন খানের (৩০) দুই হাত কেটে ফেলে দুর্বৃত্তরা। এ ঘটনার বিচার চেয়ে ছেলের কাটা দুই হাত নিয়ে রাজবাড়ীর জেলা পুলিশ সুপার কার্যালয় ও সদর থানায় হাজির হন তার বাবা।

জানা যায়, গতকাল রোববার (৪ আগস্ট) দুপুরে রাজবাড়ী জেলা সদরের আলিপুরে বাড়ি থেকে শাহীনকে ফোনে ডেকে নিয়ে তার দুই হাত কেটে ফেলে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকেও তাকে রেফার করা হয় ঢাকার পঙ্গু হাসপাতালে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে শাহীনের বাবা একটি ব্যাগে তার কাটা দুই হাত নিয়ে বিচারের দাবিতে সোমবার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয় ও সদর থানায় যান। তার অভিযোগ, এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের এসব অবৈধ কাজ করতে নিষেধ করায় কাল হয়েছে শাহীনের। এ ঘটনার প্রধান অভিযুক্ত ইসমাইল ও শাহীনের বিরুদ্ধে থানায় মাদক ব্যবসার অভিযোগ রয়েছে বলেও তিনি জানান। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাও রয়েছে। পূর্ব বিরোধের জের ধরে এই হামলা চালানো হয়েছে বলে দাবি শাহীনের পরিবারের।

এ বিষয়ে জানতে পুলিশ সুপারের কার্যালয়ে গেলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সালাহউদ্দিন বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রধান অভিযুক্ত ইসমাইলের আরেক সহযোগী শাহীনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত ও দোষীদের ধরতে পুলিশি অভিযান চলছে।