প্রধানমন্ত্রী বিদেশে থাকলেও বন্যার্তদের পাশে আছেন : দিলীপ বড়ুয়া

বঙ্গবন্ধুর কন্যা বিশ্ব মানবতার নেত্রী আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে অবস্থান করলেও দেশের অসহায় বন্যার্তদের পাশে দাঁড়াতে সবাইকে নির্দেশ দিয়েছেন। বিদেশে থাকলেও তিনি সব সময় বন্যা পরিস্থিতির খবরাখবর রাখছেন, বন্যাদুর্গত মানুষের কথা ভাবেন এবং বন্যা পরবর্তীতে মানুষের ক্ষতি পুষিয়ে উঠাতেও তিনি বদ্ধপরিকর উল্লেখ করে সাবেক শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক, ১৪ দলের অন্যতম নেতা দিলীপ বড়ুয়া মন্তব্য করেছেন।
তিনি বলেন, আওয়ামীলীগসহ ১৪ দল জন কল্যাণে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে বিশ্বাসী। দেশ ও জনগণের উন্নয়নের জন্য আমরা রাজনীতি করি। সামগ্রিকভাবে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত সুখী সমৃদ্ধ জাতি হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে সোনার বাংলা বিনির্মাণে দলবল নির্বিশেষে প্রত্যেকটি মানুষকে এক হয়ে কাজ করে যেতে হবে।
রবিবার দিনভর সিরাজগঞ্জের চৌহালী উপজেলা দুর্গম চরাঞ্চল মুরাদপুর, মিটুয়ানী এবং শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের মারজান গ্রাম ও পৌর এলাকার শান্তিপুর মহল্লার দুস্থ, অসহায়, হতদরিদ্র ও বানভাসি মানুষের মাঝে নগদ টাকা ও ত্রান বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাসদের আহবায়ক রেজাউল রশিদ, গনআজাদীলীগের সভাপতি এসকে শিকদার,জাতীয় পার্টির জেপি প্রেসিডিয়াম সদস্য এজাজ আহম্মেদ মুক্তা,চৌহালী উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক সরকার, বনানী থানা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আজম শেখ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান সেলিম, খাষপুকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাসুম শিকদার, চৌহালী উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন শিকদার, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি সদস্য আবুল কাশেম ফেরদৌস, রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিসহ প্রমুখ।