বিশ্বসেরার তালিকায় চট্টগ্রাম বন্দরের উন্নতি

বিভিন্ন ধরণের সীমাবদ্ধতা সত্ত্বেও বিশ্বসেরা বন্দরের তালিকায় ক্রমশ শক্ত অবস্থান তৈরি করছে চট্টগ্রাম বন্দর। 'লয়েডস লিস্ট' প্রকাশিত বিশ্বের 'ওয়ান হান্ড্রেড পোর্টস ২০১৯'-এর তালিকায় এবার ছয় ধাপ এগিয়ে ৬৪তম স্থান দখল করেছে দেশের প্রধান এ সমুদ্রবন্দর। তালিকায় এবারই সবচেয়ে ভালো করেছে ১৩২ বছরের পুরনো বন্দরটি।
সমুদ্র বাণিজ্য নিয়ে কাজ করা লয়েডস লিস্টের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে। গত বছর এ তালিকায় দেশের প্রধান সমুদ্রবন্দরের অবস্থান ছিল ৭০তম। ২০০৮ সালে প্রথমবারের মতো সম্মানজনক এ তালিকায় প্রবেশ করে চট্টগ্রাম বন্দর। সে বার অবস্থান ছিল ৯৫তম। এ হিসাবে গত এক দশকে ৩১ ধাপ এগিয়েছে চট্টগ্রাম বন্দর।
অগ্রগতির এ ধারা ধরে রাখতে নতুন পাঁচটি টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ৩০ হাজার কোটি টাকা ব্যয়ের এসব প্রকল্প যথাসময়ে শেষ করা গেলে লয়েডস লিস্টের তালিকায় চট্টগ্রাম বন্দর সেরা পঞ্চাশে থাকবে বলে মনে করেন বন্দর ব্যবহারকারীরা।
দেশে তিনটি সমুদ্রবন্দর থাকলেও আমদানি-রফতানি বাণিজ্যের ৯২ ভাগ এখনও নিয়ন্ত্রণ করছে চট্টগ্রাম বন্দর। ২০১৮ সালে এ বন্দরে ২০ ফুট দৈর্ঘ্যের কনটেইনার ওঠা-নামা হয়েছে ২৯ লাখ তিন হাজার। কার্গো পণ্য ওঠা-নামা হয়েছে ৯ কোটি ৬৩ লাখ টন। ক্রমবর্ধমান নৌ-বাণিজ্যও সামাল দিচ্ছে এ বন্দর। গত বছর তারা সামাল দিয়েছে তিন হাজার ৭৪৭টি জাহাজ।
প্রতি বছর গড়ে ১০ থেকে ১২ শতাংশ প্রবৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতির চাকাও সচল রেখেছে এ বন্দর। অগ্রগতির ধারা অব্যাহত থাকায় বিশ্বসেরা বন্দরের তালিকায় ক্রমশ ওপরের দিকে উঠছে চট্টগ্রাম বন্দর। ৩০ জুলাই প্রকাশিত লয়েডসের সর্বশেষ এই তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে চীনের সাংহাই বন্দর। ২০১৮ সালে চার কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টিইইউএস (প্রতিটি ২০ ফুট দীর্ঘ) কনটেইনার সামাল দেয় তারা।
চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ বলেন, '১৩২ বছর ধরে দেশের অর্থনীতি বিনির্মাণে প্রধান ভূমিকা পালন করে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। দীর্ঘ এ পথ পরিক্রমায় সফল ছিল বলেই আজ দেশের অর্থনীতির প্রাণপ্রবাহ বলা হয় চট্টগ্রাম বন্দরকে। কাঙ্ক্ষিত সেবা দিতে না পারলেও সীমিত সম্পদে সর্বোচ্চ সেবা দিচ্ছি আমরা। তাই বিশ্বসেরা বন্দরের তালিকায় ক্রমশ এগোচ্ছি আমরা। প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের পাশাপাশি জেটি এবং যন্ত্রপাতির সংখ্যা বাড়ানো গেলে আগামী তিন-চার বছরের মধ্যে সেরা পঞ্চাশে আসতে পারবে চট্টগ্রাম বন্দর।'