ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২


কুমিল্লা মনোহরগঞ্জে ভয়াবহ আগুন


৩ আগস্ট ২০১৯ ০৭:২১

কুমিল্লার মনোহরগঞ্জ বাজারের সিএনজি স্ট্যান্ড সংলগ্ন একটি নির্মাণাধীন মার্কেটে অগ্নিকান্ডে ২ দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মনোহরগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

জানা যায়, ওইদিন রাতে অগ্নিকান্ডের ঘটনায় মার্কেট মালিক রেহানা বেগমের সংরক্ষিত ফার্নিসার এবং ভাড়াটিয়া আজাদ হোসেনের মেসার্স আমেনা এন্টারপ্রাইজ নামক সিএনজি গ্যারেজ ও অটো পার্টসের দোকানটি সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় লাকসাম ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আজাদ হোসেনের গ্যারেজে রাখা ২টি সিএনজি এবং দোকানের সব অটো পার্টস পুড়ে গিয়ে প্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। রেহানা বেগমের দোকানঘর, সংরক্ষিত ফার্নিসার ও অন্যান্য মালামাল পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।

এ ঘটনায় মনোহরগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে (০২ আগস্ট-১৯, জিডি নং-৫৬)। মনোহরগঞ্জ থানার পুলিম পরিদর্শক (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিৎ করে নতুন সময় টেলিভশন কে বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।