আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতাদের সমাবেশ

আশুলিয়ায় বিভিন্ন দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছেন গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের নেতাকর্মীরা।
শুক্রবার বিকালে আশুলিয়া প্রেসক্লাবের সামনে এ সমাবেশ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।
এসময় তারা ৫ তারিখের ভিতর সকল গার্মেন্টস শ্রমিকদের বেতন, বোনাস পরিশোধ, ঈদে ঘরমুখো শ্রমিকদের জন্য পরিবহনের বাড়তি ভাড়া আদায় বন্ধ, গার্মেন্টস শ্রমিক সাঈদ এর হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীসহ বেশ কিছু দাবী তুলে ধরেন।
গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের নেতা অরবিন্দু বেপারী বিন্দুর উপস্থাপনায় সমাবেশে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মোঃ আমিনুল ইসলাম সামা, মোঃ সোহাগ, মোঃ মামুন, মোঃ শামিম ইমাম, মোঃ জহিরুল ইসলাম এবং মোঃ সাইফুল ইসলামসহ অন্যান্য শ্রমিক নেত্রীবৃন্দ।