মোহনপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

২ আগষ্ট ( শক্রবার) মোহনপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে মোহনপুর সরকারী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনায় দোয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আয়েন উদ্দিন, মাননীয় সাংসদ, রাজশাহী (পবা-মোহনপুর)-৩ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. মোঃ আঃ সালাম, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ মোহনপুর উপজেলা শাখা ও চেয়ারম্যান মোহনপুর উপজেলা পরিষদ এবং অধ্যক্ষ মোঃ মফিজ উদ্দিন কবিরাজ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ মোহপুর উপজেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাইনুল আহ্সান হাবিব, উপদেষ্টা, মোহপুর উপজেলা জাতীয় পার্টি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হক, যুগ্ন আহবায়ক, মোহনপুর উপজেলা জাতীয় পার্টি, আলহাজ্ব মোঃ আঃ সামাদ সাহ্, বিশিষ্ট সমাজ সেবক প্রভাষক মোঃ আনোয়ার করিম ( শাহিন), সিনিয়র যুগ্ন আহবায়ক, মোহনপুর উপজেলা জাতীয় পার্টি, কে. এম. কামরুজ্জামান বাবলু, আহবায়ক ( ভারপ্রাপ্ত ) মোহনপুর উপজেলা শাখা জাতীয় পার্টি। এছাড়াও সভায় মোহনপুর উপজেলা জাতীয় পার্টির সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে জাতীয় পার্টির বর্তমান (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোবাইল ফোনে যোগদান করে পার্টির নেতা-কর্মীদের উদেশ্যে বক্তব্য দেন এবং জাতীয় পার্টি সাবেক চেয়ারম্যান হুসেইন মোঃ এরশাদের আত্মার মাগফেরাত কামনা করেন।