ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২


হোমনায় ৫ ডেঙ্গু রোগী শনাক্ত


২ আগস্ট ২০১৯ ০২:৪২

কুমিল্লার হোমনা উপজেলায় এ পর্যন্ত পাঁচ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত রোগীরা হলেন- হোমনা হরিপুর গ্রামের মোহন মালা (৩০), ঘনিয়ারচরের সোহাগ (১৯), কারারকান্দির তাসলিমা (৩০) হোমনা চৌরাস্তা এলাকার আমেনা খাতুন (২২)। আক্রান্ত সকল রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু মহামারি আকার ধারণ করায় হোমনা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা জনসচেতনতামূলক প্রচার প্রচারনা চলমান রেখেছে। মশক নিধন, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রেখেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষও আক্রান্ত রোগীদের সার্বক্ষণিক মশারির ভেতরে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন ।

তবে জানাগেছে, উপজেলার বিভিন্ন ডায়াগষ্টিক সেন্টারগুলোতে ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা নিরীক্ষার সঠিক সরঞ্জামাদির মাধ্যমে রোগ নির্নয় করছে কি না এমন প্রশ্নের সাথে বেশী টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সাধারন রোগীদের কাছ থেকে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন খান জানান, উপজেলায় এ পর্যন্ত পাঁচ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। যারা নিজ বাড়িতে থেকেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তারা সকলেই মোটামুটি ভালো আছে।
তবে ঢাকা থেকে আক্রান্ত হয়ে আসা দুইজন রোগীকে প্রাথমিকভাবে চিকিৎসা পরামর্শ দিয়ে ঢাকায় রেফার করা হয়েছে বলে জানান।