ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


প্রেমিকার বাড়িতে প্রেমিককে হত্যা


২ আগস্ট ২০১৯ ০২:২৫

নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা হাসপাতাল থেকে ফয়সাল (১৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রেমের সম্পর্কের জের ধরে প্রেমিকার বাড়ির লোকজন মারধর করে ফয়সালকে হত্যা করেছে।

বুধবার রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থানার চৌধুরীবাড়ি এনায়েতনগর এলাকার নুরুজ্জামানের ছেলে ফয়সাল মূলত এসি, ফ্রিজ মিস্ত্রী।

ফয়সালের খালাতো ভাই আসিফ জানান, ফয়সালের সঙ্গে শহরের বরফকল এলাকার এক নারীর প্রেমের সম্পর্ক ছিল। বুধবার বিকেলে সেখানেই আসেন ফয়সাল। পরে সেখানে মারধরের পর ফয়সালের মরদেহ হাসপাতালে আনা হয়।

৩০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সেলিনা আক্তার জানান, ফয়সাল নামের এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার থুঁতনিতে আঘাতের দাগ রয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক জয়নাল আবেদীন জানান, ফয়সালের মৃত্যুর ঘটনায় পাঁচজনকে বরফকল এলাকা থেকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের আগে স্পষ্ট বলা যাচ্ছে না।