ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২


ছেলের ইটের আঘাতে প্রাণ গেল বাবার


২ আগস্ট ২০১৯ ০২:২০

খুলনায় ছেলের ইটের আঘাতে বাবা ওবায়দুর রহমান মুসল্লী (৬৫) নিহত হয়েছেন। এ সময় বাবার ধারালো দায়ের কোপে জখম হয়েছেন ছেলে নাইস মুসল্লী (২০)। নগরীর খালিশপুর থানাধীন রমজানের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

খালিশপুর থানার ওসি (তদন্ত) মো. সাব্বির উল আলম জানান, নাইস মুসল্লীর কাছ থেকে তার বাবা ওবায়দুর রহমান মুসল্লী তিন হাজার টাকা ধার নিয়েছিলেন। তিনি দুই হাজার টাকা শোধ করলেও এক হাজার টাকা বাকি ছিল। বুধবার রাতে নাইস মুসল্লী তার বাবার কাছে পাওনা এক হাজার টাকা দাবি করেন। এ সময় তিনি ওই টাকা দিতে না পারায় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত বাবা ওবায়দুর মুসল্লী ছেলে নাইসকে ধারালো দা দিয়ে কোপ দেন। এ সময় নাইস মুসল্লীও ইট দিয়ে তার বাবার মাথায় আঘাত করেন। এতে তারা দুজনই আহত হন। পরে বাবা-ছেলে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যান। বৃহস্পতিবার সকালে বাবা ওবায়দুর রহমান মুসল্লী মারা যান। বাবার মৃত্যুর পর থেকে ছেলে নাইস মুসল্লী পলাতক রয়েছেন।

ওসি জানান, ওবায়দুর রহমান মুসল্লীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।