ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২


ঝুঁকিপূর্ণ নলকা সেতু, ঈদ যাত্রীদের দুর্ভোগের আশঙ্কা


২ আগস্ট ২০১৯ ০১:৩৪

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের ঢাকা-রাজশাহী মহাসড়কের ওপর সওজের নলকা সেতুটি ঢাকা-উত্তরাঞ্চলগামী বাসচালক-যাত্রীদের কাছে বরাবরই দুর্ভোগের সেতু হিসেবে পরিচিত। ঝুঁকিপূর্ণ ও ভঙ্গুর এ সেতুর কারণে প্রতিবছরই বিড়ম্বনায় পড়তে হয় যাত্রীদের।

গত রোজার ঈদের আগেও এর ব্যতিক্রম ঘটেনি। কয়েক বছর ধরেই ঈদের সময় সেতুর উপরিভাগে মেরামত কাজের কারণে দু'পাড়ে ৪-৫ ঘণ্টা করে আটকে থাকতে হয় ঢাকা ও উত্তরাঞ্চলগামী যাত্রীদের।

জেলার নলকায় ফুলঝোর নদীর ওপর আশির দশকে নির্মিত এ ‘নলকা সেতুটি’র নিচে পশ্চিমের একটি স্প্যানে গত বছর ফাটল দেখা দেয়। ফুলঝোর নদী থেকে অবৈধভাবে যত্রতত্র বালি উত্তোলন ও ওপরিভাগে যানবাহনের চাপে ভঙ্গুর সেতুটি বর্তমানে বেশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

গত বছর সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে দুই পাড়ে সাইনর্বোড টানিয়ে দেয় সওজ। এরপরও ঝুঁকি নিয়ে এর ওপর দিয়ে চলছে ঢাকা ও উত্তরাঞ্চলগামী যানবাহন।

রোজার ঈদের আগে-পরে এ সেতুটি ভুগিয়েছে ঢাকা ও উত্তরাঞ্চলগামী যাত্রীদের। কোরবানির ঈদেও একই আশঙ্কা করছেন যাত্রীরা।

সামনেই কোরবানির ঈদ। এবারও সেতুর উপরিভাগের খানাখন্দ এবং বিটুমিন ও পাথরের স্তর ফুলেফেঁপে ওঠায় তা মেরামতের পরিকল্পনা করেছে সওজ।

সিরাজগঞ্জের রায়গঞ্জের নলকায় ফুলঝোর নদীর ওপর আশির দশকে নির্মিত এ নলকা সেতুটির নিচে পশ্চিমের একটি স্প্যানে গত বছর ফাটল দেখা দেয়। গত বছর এটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে দু'পাড়ে সাইনবোর্ড টানিয়ে দেয় সওজ। তার পরও এর ওপর দিয়ে চলছে ঢাকা ও উত্তরাঞ্চলগামী হাজারও যানবাহন। সেতুর ওপরে জয়েন্ট এক্সপানগুলোও পুরনো, ভঙ্গুর ও অকার্যকর। গত ঈদে ভঙ্গুর জয়েন্ট এক্সপানগুলো মেরামত করা হলেও আবার নষ্ট হয়ে গেছে।

সওজের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম পিকে বলেন, প্রতিবছরই বিশেষ করে ঈদের আগে বিটুমিন ও পাথরের মিশ্রণ দিয়ে জয়েন্ট এক্সপানগুলোর ওপরে শক্ত প্রলেপ দেওয়া হয়। কিন্তু কিছুদিন না যেতেই যানবাহনের চাপে তা ওঠে যায়। ক'দিন আগে ফুলে ওঠা অংশ তুলে ফেলা হয়েছে। ঈদের আগে মেরামত শুরু করা হলে দু'পাড়ে যানজট হওয়া খুবই স্বাভাবিক। তবে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের ঢাকা-রাজশাহী ও বগুড়া-নগরবাড়ী মহাসড়কে আগামীতে চার লেন মহাসড়কসহ ভগ্নাদশা এ নলকা সেতুর পাশে আরেকটি নতুন আধুনিক সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে সওজের।