ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


কুমিল্লায় মাইক্রোর ধাক্কায় ছাত্রী নিহত


১ আগস্ট ২০১৯ ২১:৫৮

কুমিল্লায় মাইক্রোবাসের ধাক্কায় কলেজ ছাত্রী নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কুমিল্লা সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী উম্মে তাসনূরকে নগরীর টমছম ব্রীজ এলাকায় দ্রুত গতিতে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত তাসনূরকে লোকদের সহযোগিতায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি সদর উপজেলার শিমড়া গ্রামের মৃত্যু শাহজাহান ইসলামের মেয়ে। তার এই মৃত্যুতে কলেজে শোকের ছায়া নেমে আসে।