ময়মনসিংহে চারা রোপনকে কেন্দ্র বাড়ি-ঘরে হামলা

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় কাঁঠাল গাছের চারা রোপনকে কেন্দ্র করে ইব্রাহিম ফকিরের বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে। প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকালের এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।
উপজেলার দাওগাঁও ইউনিয়নের গুদাপাড়া গ্রামে ইব্রাহিম ফকিরের ছেলে কাঁঠাল গাছের চারা রোপন করলে প্রতিবেশী আব্দুল জব্বারের ছেলে রাকিব তাদের জমিতে রোপন করা হয়েছে দাবি করে তা তুলে ফেলে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতন্ডা হলে রাকিব, রোমান এবং রায়সান তারা তিন ভাই ইব্রাহিম ফকিরের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। একমাত্র থাকার ঘরটি ভাংচুর করায় খোলা আকাশের নিচে রয়েছে ইব্রাহিম ফকিরের পরিবারের সদস্যরা।