হোমনা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি, সভাপতি ফারুক-সাধারন সম্পাদক মনির

কুমিল্লার হোমনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) বিকেলে কাউন্সিলের মাধ্যমে সর্বসম্মতিক্রমে প্রায় একযুগ পর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি গঠন করা হয়।
মোঃ দেলোয়ার হোসেন (ফারুক) সভাপতি ও মোঃ মনিরুজ্জামান (মনির) সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মহাসিন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ আইনবিষয়ক সম্পাদক পৌর মেয়র এ্যাড, নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে হোমনা উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, কুমিল্লা (উঃ) জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক তিতাস উপজেলার ইউপি চেয়ারম্যান মোঃ নূরুন্নবী, হোমনা পৌর আ'লীগের সসভাপতি মোঃ আনোয়ার হোসেন বাবুল, আওয়ামী লীগ সদস্য ,মোঃ মাহবুবুর রহমান খন্দকার, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্মআহ্বায়ক মোঃ আবদুস সালাম ভুইয়া সহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সাধারণ সম্পাদকও সাংগঠনিক সম্পাদকগণ এ সময় উপস্থিত ছিলেন।