রাজশাহীতে মেডিকেলে ২৪ ঘন্টায় ২৩ ডেঙ্গু রোগী ভর্তি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বুধবার বিকেল ৪ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ২৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। হাসপাতালে বিশেষ ডেঙ্গু কর্নার ও ওয়ার্ডে রেখে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে এ হাসপাতালে ৪৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাঁরা সবাই ঢাকা থেকে আক্রান্ত হয়ে রাজশাহীতে এসেছেন। কেউ কেউ সেখানে চিকিৎসাও নিয়েছেন। রাজশাহীতে বাড়ি বলে ঢাকায় ‘চাপ’ কমাতে তাদের এখানে রেফার্ড করা হয়েছে। হাসপাতালের পক্ষ থেকেই রোগীদের সরবরাহ করা হয়েছে মশারি। রোগীদের সব সময় মশারির নিচেই থাকতে বলা হয়েছে।
হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। মেডিকেল বোর্ড গঠন করে ডেঙ্গু রোগীর চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। সার্বক্ষনিক মনিটরিং করা হচ্ছে। সবাই বাহির থেকে আক্রান্ত হয়ে এ হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানান তারা।