ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২


নাটোর-বগুড়া মহাসড়কে নিম্নমানের কাজের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ


১ আগস্ট ২০১৯ ০৩:১০

   নাটোর-বগুড়া মহাসড়কে নিম্নমানের কাজের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

নাটোর-বগুড়া মহাসড়কে নিম্নমানের কাজের অভিযোগে সিংড়া বাসস্ট্যান্ডে বুধবার দুপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ। শতাধিক মালিক, শ্রমিক প্রায় ২০ মিনিট সড়ক অবরোধ করে।

এসময় বক্তব্য রাখেন, নাটোর জেলা মটর মালিক সমিতির সভাপতি মোঃ আশরাফুল ইসলাম স্বপন,
সাধারন সম্পাদক মোঃ হাসান ইমাম, ট্রাক ট্রাংলরি ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুস সাত্তারসহ বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ।

পরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।