ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২


জাহাঙ্গীরনগরে গভীর রাতে পাঁচ তরুণীসহ আটক ১০


১ আগস্ট ২০১৯ ০২:১৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় পাঁচ তরুণীসহ বহিরাগত ১০ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হলের দক্ষিণ পাশের বাগানের (সুইজারল্যাণ্ড) শেষ প্রান্ত থেকে নেশাদ্রব্যসহ তাদেরকে আটক করে প্রক্টরিয়াল টিম।

আটককৃতদের সঙ্গে জাবির ৪৫ ব্যাচের দর্শন বিভাগের ফাহিম মোকারম ছিলেন বলেও জানান প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান।

তিনি জানান, সুইজারল্যান্ডের শেষ প্রান্তে বনের ভেতর কিছু ছেলে-মেয়ে গান বাজনা করছে এমন সংবাদ পেয়ে সেখানে যাই। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক অন্তত ১০ জন শিক্ষার্থীকে আটক করি। তাদের মধ্যে ৫ জন তরুণীও ছিলেন।

তিনি আরো জানান, ফাহিম মোকাররম আমাদের দেখে প্রথমে চলে যায়। পরে আবার এসে আটকরা তার অতিথি বলে দাবি করে। আটককৃত তরুণীদের তাদের অভিভাবকের কাছে ফোন করতে চাইলে তারা অস্বীকৃতি জানায় বলেও জানান তিনি।

এক প্রশ্নের জবাবে প্রক্টর বলেন, আটকদের অভিভাবকের সঙ্গে কথা বলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক প্রক্রিয়ায় অভিভাবক অথবা সুনির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদেরকে হস্তান্তর করা হবে।