ঢাকা মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৫ই ভাদ্র ১৪৩২


কুমিল্লায় সেপটিক ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু


৩১ জুলাই ২০১৯ ২২:০০

নতুন সময়

কুমিল্লার নাঙ্গলকোট পৌর সদরের একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করার সময় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার পৌর সদরের চৌগুরী গ্রামের পশ্চিম পাড়ায় শাহজাহানের নতুন বাড়ীর নির্মাণাধীন ভবনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চৌগুরী গ্রামের হাবিব উল্লাহর ছেলে আবুল কালাম (২০) ও নাওগোদা গ্রামের আবুল কাশেমের ছেলে ইয়াছিন (১৮)।

স্থানীয়রা জানায়, চৌগুরি গ্রামের ব্যবসায়ী শাহাজাহানের নির্মাণাধীন তিনতলা ভবনের সেপটিক ট্যাংকিতে কাজ করার সময় সেপটিক ট্যাংকিটিতে পানি ভর্তি ছিল। এসময় অনুমানিক ১০/১২ ফুট গভীর পানি সেচ না করে ট্যাংকির ছাদের সেন্টারিং খুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার ওসি মোঃ নজরুল ইসলাম। তিনি জানান, এ বিষয়ে তার কাছে কোন লিখিত অভিযোগ আসেনি।