কুমিল্লায় সেপটিক ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
-2019-07-31-11-59-46.png)
কুমিল্লার নাঙ্গলকোট পৌর সদরের একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করার সময় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার পৌর সদরের চৌগুরী গ্রামের পশ্চিম পাড়ায় শাহজাহানের নতুন বাড়ীর নির্মাণাধীন ভবনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চৌগুরী গ্রামের হাবিব উল্লাহর ছেলে আবুল কালাম (২০) ও নাওগোদা গ্রামের আবুল কাশেমের ছেলে ইয়াছিন (১৮)।
স্থানীয়রা জানায়, চৌগুরি গ্রামের ব্যবসায়ী শাহাজাহানের নির্মাণাধীন তিনতলা ভবনের সেপটিক ট্যাংকিতে কাজ করার সময় সেপটিক ট্যাংকিটিতে পানি ভর্তি ছিল। এসময় অনুমানিক ১০/১২ ফুট গভীর পানি সেচ না করে ট্যাংকির ছাদের সেন্টারিং খুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার ওসি মোঃ নজরুল ইসলাম। তিনি জানান, এ বিষয়ে তার কাছে কোন লিখিত অভিযোগ আসেনি।