কুমিল্লায় সেলিমা আহমাদ মেরীর দিনব্যাপী কর্মসূচি

কুমিল্লা-২ (হোমনা তিতাস) সংসদ সদস্য ও সিআইপি সেলিমা আহমাদ মেরী মঙ্গলবার দিনব্যাপি নানা কর্মসূচিতে অংশগ্রহণ করে ব্যস্তবত সময় পার করেছেন। সকাল ১০ টায় সাতানি ইউনিয়নে ঈদুল আযাহা উপলক্ষে অসহায় ও সুস্থ্যদের মাঝে চাল বিতরণ করেন। এ সময় সাতানী ইউনিয়নের চেয়ারম্যান মো. সামসুল হকসহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ১১টায় জগতপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মজিবুর রহমানের উপস্থিতিতে গরীবদের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ করেন তিনি। বেলা সাড়ে ১২টায় ৩নং বলরামপুর ইউনিয়নে ১৫ কেজি করে চাল বিতরণ করেন এবং এ সময় পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মো. নুর নবীসহ সকল মেম্বারগণ উপস্থিত ছিলেন।
এছাড়া বিকাল ৩ টায় পাংঙ্গাশিয়া জামে মসজিদের উদ্যোগে মিলাদ মাহফিলে যোগদান করেন। এসময় উপস্থিত ছিলেন হোমনা ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক মো: মনোয়ার হোসেন ও হোমনা খাদিজা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম।
পরে মাছিমপুর আর আর ইনস্টিটিউশনে জনসচেতনা মুলক প্রচারপত্র বিলি করেন। এ সময় তিনি ছাত্র-ছাত্রীদের সাথে মিশে যান। তিনি বলেন, তোমরা আগামীর ভবিষ্যৎ, তোমাদের মধ্য থেকেই কেউ আগামীর প্রধানমন্ত্রী হবে। এ সময় পদ্মা সেতুর জন্য মাথা লাগবে এই গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, ডেঙ্গু বিষয়ে সতর্ক থাকতে হবে। পরে গুজব বিষয়ে কথা বলেন, তিতাস থানার ওসি সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম। এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধ মো. শওকত আলী, সাবেক উপজেলা
চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার, স্কুল প্রতিষ্ঠাতার নাতী বিবেকানন্দ পোদ্দার বিপু, স্কুল কমিটির সভাপতি আলম সরকার, প্রধান শিক্ষক মো. মাহফুজুর রহমান চৌধুরী প্রমুখ। সেমিনার শেষে আসার পথে উত্তর দূর্গাপুর হিন্দু সম্প্রদয়ের গোসাইর বাড়ি মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দিরের চারপাশ ঘুরে দেখেন এবং পুকুর সংস্কার ও একটি তিন তলা ভবন বরাদ্দ প্রদান করেন। এখানে মন্দিরের সভাপতি বিবেকানন্দ পোদ্দার বিপু তাকে ফুল দিয়ে বরণ করেন ও মন্দিরে আসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সবশেষে বিকাল ৪টায় উত্তর ও দক্ষিণ বলরামপুর বাসীর উন্নয়নের লক্ষে উত্তর বলরামপুর মাদ্রাসা মাঠে মতবিনিময় সভায় যোগদান করেন। বলরামপুরবাসির বহুদিনের আশা পাংঙ্গাশিয়া হতে দক্ষিণ বলরামপুর রাস্তা পাকা করা। সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী সরজমিনে রাস্তা পরিদর্শন করে প্রতিশ্রুতি দিয়েছেন ইনশাল্লাহ এই রাস্তাটি পাকা হবে।
মত বিনিময় সভাসহ অন্যন্য অনুষ্ঠানে সেলিমা আহমাদ মেরী এমপির সফর সঙ্গী ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও তিতাস উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: পারভেজ হোসেন সরকার,তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: শওকত আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়া, তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো: আহসানুল ইসলাম,কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগে যুগ্ম-আহ্বায়ক ও তিতাস উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ৩নং বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:নুর নবী, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ ফকির,ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবুল হোসেন মোল্লা, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: সালাউদ্দিন সরকার,বলরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আবুল হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা ডাক্তার মো. আরিফ, মো: পরশ সরকার,তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: তফাজ্জল হোসেন সাদ্দাম, সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: মেহরাব হোসেন সায়মন, জাহিদ হাসান প্রলয় ও সাংগঠনিক সম্পাদক মো: আলাউদ্দিন প্রমুখ।