ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২


চট্টগ্রামে গুজব বিরোধী কর্মসূচি 'চলো বদলাই'


৩১ জুলাই ২০১৯ ২০:১৭

নতুন সময়

‘চলো বদলাই’ একটি গুজব বিরোধী কর্মসূচি, স্বাধীনতা তথ্য প্রযুক্তি পরিষদ ও ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে গৃহীত এই কর্মসূচি চট্টগ্রাম নগরির অক্সিজেন মোড়ের বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত হয় মঙ্গলবার।

ইচ্ছা ও স্বাধীনতা তথ্য প্রযুক্তি পরিষদের বায়েজিদ থানা প্রধান রিমন মহুরির নেতৃত্বে চট্টগ্রাম মহানগরের সমন্বয়ক নুর হোসেন রাজুর ও জসিম উদ্দিন, গিয়াস উদ্দীন, মিয়াজি মাহফুস আলম, সাকিব চৌং, নাহিদ, সোহেল রহমান, মোঃ সাকিব, ইয়াসিন আরাফাত, ইমন, মামুন, আরমান উদ্দীন, তৈয়ব তাহের মুন্নাসহ সকল সেচ্ছাসেবকদের অংশগ্রহণের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়িত হয়। এতে অতিথি ছিলেন বায়েজিদ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিউল আলম ছগির, ২নং
জালালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর সাহেব ইকবাল বাবু, ২নং ওয়ার্ড় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব, বায়েজিদ থানা আওয়ামীলীগের স¤পাদক মন্ডলীর সদস্য হারুন জালালাবাদী, আওয়ামী যুবলীগ নেতা হান্নান সরকার।

ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার সভাপতি ও স্বাধীনতা তথ্য প্রযুক্তি পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম হৃদয়। দক্ষিণ জেলা প্রযুক্তি পরিষদ এর যুগ্ম আহবায়ক স্বরণ বড়ুয়া।কর্মসূচি শেষে গুজব বিরোধী আন্দলনের মুখপাত্র মোঃ আরিফুল ইসলাম হৃদয় বঙ্গবন্ধু চত্বরের সামনে আয়োজিত মানববন্ধন ও জনপদযাত্রায় ঘোষণা দেন যে এই কর্মসূচি দেশব্যাপী অনুষ্ঠিত হবে এবং সরকার ও দেশের পক্ষে এই কর্মসূচিতে অংশগ্রহণ করা সেচ্ছাসেবকরা কাজ করে যাবেন।