ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


গাইবান্ধায় গুজব রটানোর অভিযোগে আটক ১


৩০ জুলাই ২০১৯ ২০:২১

নতুনসময়

গাইবান্ধায় ফেসবুকে ধর্মীয় অনুভূতি নিয়ে গুজব রটনোর দায়ে মারুফুল হাসান (১৯) নামে একজনকে আটক করেছে র‍্যাব।

র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প সূত্রে জানা যায়, র‍্যাব-১৩ ক্যাম্প এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৭টায় জেলার সদর থানাধীন চাপাদহ কুপতলা বাজার ‘মাহি ইলেকট্রনিকস এন্ড কমপিউটার’থেকে গুজব রটনাকারী মো: মারুফুল হাসানকে (১৯) ফেসবুকের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট,অস্থিরতা, বিশৃংখলা সৃষ্টি ও আইন-শৃংখলা অবনতি করার অপরাধে আটক করে।

আটককৃত মারুফুল হাসান (১৯) সদর উপজেলার চাপাদহ মধ্যপাড়া গ্রামের এটিএম আব্দুল মাবুদ মিয়ার ছেলে।

আটক হাসানের কাছ থেকে একটি এ্যানড্রয়েড মোবাইল ফোন, সীমকার্ড দুইটি এবং মেমোরি কার্ড একটি উদ্ধার করা হয়।