ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


রূপগঞ্জে ক্রেনের চাপায় নিহত ১


৩০ জুলাই ২০১৯ ২০:১১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিবো মোবাইল ফোন কারখানার ক্রেনের চাপায় সোহাগ মিয়া নামের এক গার্ড নিহত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। নিহত সোহাগ মিয়া ঠাকুরগায়ের মহেশ্বপুর এলাকার মজিদুল ইসলামের ছোট ছেলে। সকালে উপজেলার কুলাবো এলাকায় ভিবো ফোনের কারখানার গেটে এ ঘটনা ঘটে।

কারখানার সিকিউরিটি লিংয়ের ম্যানেজারের বরাদ দিয়ে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান জানান, সোহাগ মিয়া ভিবো ফোন কারখানার গেটের প্রহরী ছিলো। সকালে কারখানা থেকে বের হয়ে একটি ক্রেন রাস্তার দিকে যাচ্ছিল। ক্রেনটি কিছু দূর যাওয়ার পর হঠাৎ সামনে না যেয়ে ঢালু বেয়ে দ্রুতগতীতে পেছন দিকে চলে আসে। এ ঘটনায় কারখানার গেট ভেঙ্গে প্রহরী সোহাগ মিয়াকে চাপা দেয় ক্রেন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।