ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


রূপগঞ্জে মিংডা পাইপের অন্তরালে তৈরি হচ্ছে ন্যাশনাল পাইপ, প্রতারণার শিকার ক্রেতারা


৩০ জুলাই ২০১৯ ০৫:০৫

রূপগঞ্জে মিংডা পাইপ কারখানার অন্তরালে তৈরি হচ্ছে ন্যাশনাল পাইপ। প্রতারণার শিকার ক্রেতা সাধারণ। অভিযোগ উঠেছে এই কারখানায় নামে বেনামে তৈরি হচ্ছে নানা ধরনের পাইপ। এই তৈরি পাইপই দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন নামের সীল ব্যবহার করে বিক্রি হচ্ছে। ফলে প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ। উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বালিয়াপাড়া সড়ক সংলগ্ন মিংডা পাইপ ইন্ডাষ্ট্রিজ দীর্ঘদিন যাবত এভাবেই ব্যবসা চালিয়ে যাচ্ছে। স্থানীয়রা জানান, এর আগেও এই পাইপ কারখানায় বিভিন্ন নামের বেশ কয়েকটি সীল জব্দ করেছিল ভুলতা ফাঁড়ির পুলিশ। এলাকাবাসীর অভিযোগ এই কোম্পানী দীর্ঘদিন যাবত বিভিন্ন নামের পাইপ তৈরি করে বাজারজাত করে আসছে। এদের এই প্রতারণার স্বীকার হয়েছে সাধারণ মানুষ। খবর পেয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, সাইন বোর্ডে মেসার্স মিংডা পাইপ ইন্ডাষ্ট্রিজ লেখা থাকলেও ভিতরে তৈরি করে ন্যাশনাল পাইপ। ন্যাশনাল পাইপের কথা জানতে চাইলে কারখানার মার্কেটিং ম্যানেজার মোঃ নাঈম মিয়া বলেন, সরকারী ভাবে আমরা ন্যাশনাল পাইপ তৈরির অনুমতি নিয়েছি। তাই মিংডা পাইপ এর পরিবর্তে ন্যাশনাল পাইপ তৈরি করছি। আমাদের সকল কাগজপত্র আছে।
কাগজপত্রতো অফিসে থাকার কথা কিন্তু আপনাদের কাগজ বাসায় কেন জানতে চাইলে তিনি পরে কাগজ দেখানোর কথা বলে চলে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, অবৈধ কারখানার হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।