ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


এনায়েতপুরের বেতিল সলিড স্পার-১ এর ৫০ মিটার ধস


৩০ জুলাই ২০১৯ ০২:৫২

এনায়েতপুরের বেতিল সলিড স্পার-১ এর ৫০ মিটার ধস

যমুনা তীব্র স্রোতে স্কাউয়রিংয়ের ফলে সিরাজগঞ্জের তাঁত শিল্প সমৃদ্ধ এনায়েতপুর থানার বেতিল স্পার বাঁধ-১ এর প্রায় ৫০ মিটার
এলাকা ধসে গেছে।

সোমবার ভোররাতে আকস্মিক ধস নামায় এলাকা জুড়ে আতংক ছড়িয়ে পড়েছে। তবে জরুরী ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে সংস্কার কাজ শুরু করা হয়েছে বলে পাউবো সূত্র জানিয়েছে।

জানা যায়, যমুনায় পানি কমতে থাকায় নদীতে প্রচন্ড স্রোতে ঘুর্ণাবর্তের সৃষ্টি হয়ে আকস্মিক ভাবে এনায়েতপুর- সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের পাশের আজুগড়া-বেতিল স্পার বাঁধ-১ এর ৫০ মিটার এলাকা জুড়ে ভয়াবহ ধস নেমেছে। বাঁধের মুল ষ্ট্রাকচারের পশ্চিম পাশের ডান সাইডের মাটির স্যাংঙ্কে এ ধস নামে।

একারনে স্পার সংলগ্ন সিরাজগঞ্জ ভেটেরিনারী কলেজ ও মৎস্য ডিপ্লোমা ইন্সটিটিউড সহ বহু তাঁত কারখানা ও অসংখ্য ঘর-বাড়ি হুমকির মুখে পড়ে আতঙ্কে রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ধসের বিস্তৃতি ঠেকাতে পর্যাপ্ত প্রতিরোধ ব্যবস্থা গ্রহন না করায় পরিধি বাড়তে পারে। এদিকে ধসের খবর পেয়ে সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম ও বগুড়ার তত্বাবধায়ক প্রকৌশলী তারিক আবদুল্লাহ-আল ফায়াজ তাৎক্ষণিকভাবে সলিড স্পার পরিদর্শন করেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

এবিষয়ে বাঁধের তদারকির দায়িত্বপ্রাপ্ত সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, যমুনা নদীতে পানি কমতে শুরু করায় প্রবল স্রোতের কারনে স্কাউয়ারিংয়ের ফলে বাঁধের ৫০ মিটার এলাকার মাটি সরে গেছে। সকাল থেকেই জিও ব্যাগ ফেলে বাঁধ সংস্কার কাজ চলছে, আতঙ্কিত হবার কিছু নেই।