ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


কুমিল্লায় সন্ত্রাসীদের দুধঘাটা বাজারে হামলা, ভাংচুর


২৯ জুলাই ২০১৯ ২১:২৮

নতুন সময়

কুমিল্লার তিতাসের মজিদপুর ইউনিয়নের দুধঘাটা বাজারে সিনেমা স্টাইলে ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে গুলিবর্ষণ করে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে বলে অভিযোগ করে বাজার কর্তৃপক্ষ। গুলিবর্ষণের ফলে এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গেছে, জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে দুধঘাটার দেলোয়ার হোসেন ও নন্দীরচরের সফিক ভূইয়ার সাথে বিরোধ চলে আসছিল এবং মামলা চলছিল। গত ২০ জুন আদালত একটি মামলার একতরফা রায় প্রদান করে দেলোয়ার হোসেন তথা মাদ্রাসারপক্ষে। কিন্তু সফিক ভূইয়া বলছেন আমি আপিল করার আগেই কেন সন্ত্রাসী হামলা ও ভাংচুর, লুটপাট। কমপক্ষে ৩০টি দোকানের প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভূইয়া মার্কেকেট মালিক সফিক ভূইয়া ও ইব্রাহিম ভূইয়া।

২৪ জুলাই বুধবার বিকাল সাড়ে ৩টার সময় ঘটে এই নারকীয় ধ্বংসযজ্ঞ। ক্ষতিগ্রস্ত মার্কেট মালিক মো.সফিকুল ইসলাম বলেন আমার মার্কেটে দেলোয়ার হোসেন ও তার ভাড়াটে সন্ত্রাসীরা হামলা চালিয়ে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি করেছে এবং সব মালামাল লুট করে করে নিয়ে যায়। আমি দেলোয়ার হোসেন এর চাচা মান্নান সরকারের কাছ থেকে খরিদ সুত্রে এই জায়গার মালিক। কিন্তু মাদ্রাসার সভাপতি দেলোয়ার গংরা তা মানতে নারাজ। আমার নিকট সকল প্রকার কাগজপত্র আছে, সিএস মালিক মুজাফ্ফর আলী থেকে মান্নান সরকার খরিদ করে ২০০২ সালের আগে। আরএস, বিএস হয় সিদ্দিকুর রহমানের নামে। তার ওয়ারিশ থেকে সফিক ভূইয়া গংরা ক্রয় করে মালিক হন।

অপর দিকে মো.দেলোয়ার হোসেন বলেন, এই জায়গা আমাদের পূর্ব পুরুষদের এবং এলাকার পাশের মাদ্রাসার নামে দান করে যান আমার দাদা। ৫ গ্রামের মানুষ এসে সমস্যা সমাধানের চেষ্টা করেছে কিন্তু তারা আদালতের রায় মানছে না।
বিষয়টি নিয়ে উভয়পক্ষ তিতাস থানায় মামলা দায়ের করেছে। দোকান ও ঘরবাড়িতে হামলার সত্যতা স্বীকার করে তিতাস থানার ওসি তদন্ত মোঃ মন্জুর কাদের ভূইয়া দু পক্ষকেই শান্ত থাকার আহ্বান জানান।