ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে গুজব ছড়ানো হচ্ছে : তানভীর শাকিল


২৯ জুলাই ২০১৯ ২০:৫৯

নতুন সময়

সিরাজগঞ্জের কাজিপুরে স্বেচ্ছাসেবকলীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও কাজিপুর আসনের সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন, আজ দেশের ভেতরে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে নানা রকম গুজব ছড়ানো হচ্ছে। বাইরেও দেশকে হেয় করার জন্য অপচেষ্টা চালানো হচ্ছে। এর সঙ্গে কোন মহলের যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে সরকার।

রবিবার কাজিপুর উপজেলার বিভিন্ন এলাকার থেকে খন্ড-খন্ড মিছিল এসে কাজিপুর উপজেলা কার্যালয়ে জড়ো হয়। পরে সেখান থেকে বিশাল একটি আনন্দ র‌্যালী কাজিপুর উপজেলা সদরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ একটি শক্তিশালী সংগঠন। সংগঠনকে গতিশীল করতে নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বর্তমান সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। যা বিগত কোন সরকারের আমলে হয়নি। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিতে ও জননেত্রী শেখ হাসিনাকে পুণরায় প্রধানমন্ত্রী করতে স্বেচ্ছাসেবকলীগকে ভূমিকা রাখতে হবে।

দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সেলিম হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল হালিম, যুগ্ন-সাধারণ সম্পাদক রুবেল আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, পৌরসভা সভাপতি সোহেল রানা নাদু, নাটুয়ারপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সেলিম আক্তার প্রমুখ। আলোচনা সভার শেষে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়।