ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


যশোরে ভারতীয় রুপিসহ হুন্ডি ব্যবসায়ী আটক


২৯ জুলাই ২০১৯ ২০:৫০

যশোরের কোতয়ালী থানাধীন নতুন হাট নামক স্থান থেকে ৬ লাখ ভারতীয় রুপিসহ রাইসুল ইসলাম (৩২) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রবিবার তাকে আটক করা হয়। আটক রাইসুল মাগুরা জেলার শ্রীপুর থানার গাসিয়ারা গ্রামের অলিয়ার রহমান ছেলে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা জানান, দীর্ঘদিন ধরে হুন্ডি, মাদক, চেরাচালান ও স্বর্ণ আটক করতে গোয়েন্দা তৎপরতাসহ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের হাবিলদার মোঃ আব্দুর রশিদ এর নের্তৃত্বে একটি বিশেষ দল তল্লাশি অভিযান চালিয়ে নতুন হাট পাকা রাস্তার উপর থেকে বেনাপোল-ঢাকাগামী রয়েল কোচ পরিবহনের বাসে তল্লাশি করে ৬ লাখ ভারতীয় রুপিসহ রাইসুলকে আটক করা হয়। আটককৃত হুন্ডির মুল্য সাত লাখ পঞ্চাশ হাজার টাকা বলে তিনি জানান।

আটক রাইসুল রয়েল কোচ পরিবহনের সুপাভাইজার বলে জানা যায়। আটককৃত হুন্ডির টাকাসহ আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ নেয়া হবে বলে তিনি জানান।