ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


টাঙ্গাইলে হোটেল ও ক্লিনিকে র‌্যাবের অভিযান


২৯ জুলাই ২০১৯ ২০:৪৪

নতুন সময়

টাঙ্গাইলে দুটি খাবার হোটেল ও দুইটি ক্লিনিকে র‌্যাবের অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। রবিবার সন্ধ্যায় টাঙ্গাইলের পুরাতন বাসস্ট্যান্ড এরিয়ায় র‌্যাবের এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে রান্নাঘর নোংরা ও বাসি খাবার রাখায় ছিফাত রেস্টুরেন্টকে ৭৫ হাজার টাকা ও সনি হোটেলের কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এদিকে অপারেশন থিয়েটার নোংরা ও বিভিন্ন অনিয়মের দায়ে শহরের সাবালিয়া সানরাইজ ক্লিনিক ১ লাখ টাকা ও ন্যাশনাল ক্লিনিক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন র‌্যাব হেড কোয়াটার এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আনিছুর রহমান, র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মো. শরিফুল ইসলাম ও জেলা সিভিল সার্জনের সেনেটারি ইন্সপেক্টর মো. আমানুল্লাহ তালুকদার।