ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


মিন্নির কথা শুনে কান্নায় ভেঙ্গে পড়লেন বাবা


২৯ জুলাই ২০১৯ ০২:৪৬

বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যার ঘটনায় গ্রেফতার মামলার প্রধান সাক্ষী ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সাথে জেল গেটে দেখা করেছেন তার বাবা মোজাম্মেল হোসেন কিশোর।

সেখান থেকে বেরিয়ে এসে মিন্নির বাবা বলেন, মিন্নি কয়, আব্বু, আমি আর বাঁচব না। মিন্নি একেবারে কাহিল হইয়া গেছে। ও বলেছে, তার মাথায় ও বুকে ব্যথা। সারা শরীরে ব্যথা। মিন্নি খুবই দুর্বল।

মিন্নির বাবা আরও বলেন, আমার মেয়ে খুবই অসুস্থ। মেয়েকে দেখে চিনতে পারিনি। আমার মেয়ের দিক চাওন যায় না। মেয়ের সঙ্গে একটু কথা কমু তাও পারি না। গোয়েন্দারা গায়ের সঙ্গে দাঁড়াইয়া থাকে। মিনিট চারেক কথা কইয়া রাগ করিয়া চইলা আসি। আমার সন্দেহ, আমার মাইয়াডারে জীবিত বাইর করতে পারুম কিনা জানি না এসব বলে কান্নায় ভেঙ্গে পড়েন মিন্নির বাবা।