রাজশাহীতে বালুমহাল বন্ধের আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন

রাজশাহীর চরশ্যামপুর ও চরখিদিরপুর বালুমহাল চালু ও শ্রমিকদের মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। রোববার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত নগরের তালাইমারি মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। রাজশাহীর বালু ব্যবসায়ীরা, শ্রমিক ও এলাকাবাসী পৃথকভাবে ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত বুধবার হটাৎ জেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইজারা নেয়া বৈধ বালুমহালটি বন্ধ করে দেয়। এ সময় সেখান থেকে আটজন শ্রমিককে ধরে নিয়ে গিয়ে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। এছাড়াও এ বালুমহাল বন্ধ করার কারণে প্রায় এক হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। বড় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। সোমবারের মধ্যে শ্রমিকদের মুক্তি ও বালুমহাল চালু করা না হলে মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর তরিকুল আলম পল্টু, ইউপি সদস্য সাইদুর রহমান বাদল, হাসান আলী, বালু ব্যবসায়ী মাহাফুজুর রহমান, বাবোর আলী, মাসাদুল ইসলাম স্বপন, আব্দুর সাত্তার, জহির উদ্দিন কেতু, মাসুদ রানা, সাইফুর ইসলাম, খায়রুল বাশার, আবুল হোসেন, বুলবুল হোসেন, শাহাবুল সরকার টুটুল।