ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগের রজত জয়ন্তী উদযাপিত


২৮ জুলাই ২০১৯ ২২:৪১

ছবি সংগৃহিত

রাজশাহীতে আওয়ামী সেচ্ছাসেবক লীগের রজত জয়ন্তী উদযাপিত হয়েছে। রাজশাহী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক সংগঠনটির ২৫ বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন করা হয়।  শনিবার বিকাল ৫.০০ ঘটিকার সময় নগরীর লক্ষীপুর মোড়ে জেলা আ’লীগের দলীয় কার্যালয়ে কেক কেটে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও ‘রজত জয়ন্ত’ উদযাপন করা হয়।

জানা গেছে, রাজশাহী জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এম মিজানুর রহমান রানা আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে কেক কাটেন রাজশাহী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ।

এসময় জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানার পরিচালনায় এবং সভাপতি রোকনুজ্জামান রিন্টুর উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগদান করেন, রাজশাহী মহানগর সেচ্ছাসেবক লীগ সভাপতি ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মোমিন, শাহ মখদুম থানা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহিদুল ইসলাম মোস্তফা, রাজশাহী মহানগর আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লেমন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন । এসময় স্বেচ্ছাসেবক লীগের রাজশাহী জেলা ও উপজেলা পর্যায়ের প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৯৪ সালের ২৭ জুলাই আওয়ামীলীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের প্রাক্তন নেতাদের সমন্বয়ে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সংগঠনটির প্রতিষ্ঠাতা নেতা ছিলেন বর্তমান বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

এদিকে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে কমিটি পূর্ণাঙ্গ করা হবে বলে একটি নির্ভরযোগ্য সূত্র হতে জানা গেছে। এছাড়াও সূত্রটি জানিয়েছে খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।