আশুলিয়ায় জলিলের অবৈধ গ্যাস ব্যবসা

আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগের চলছে রমরমা ব্যবসা। কিছু অসাধু ব্যবসায়ী কতিপয় মহলকে ম্যানেজ করে এই ব্যবসা চালিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ-লাখ টাকা।
আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তাজপুর এলাকার অসাধু গ্যাস ব্যবসায়ী জলিল খানের বিরুদ্ধে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে মাসিক চাঁদাসহ বিভিন্ন উপায়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের দিয়াখালি ও দেওয়ান মার্কেট এলাকায় বাড়িওয়ালা থেকে প্রতি সংযোগে ৩০ হাজার টাকা নিয়ে রাতের আধারে অবৈধভাবে গ্যাসের সংযোগ দিয়েছে এই জলিল। পরবর্তীতে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান হলে পুনরায় সংযোগের জন্য বাড়ি প্রতি ১০ হাজার টাকা নিয়ে আবার অবৈধ সংযোগ দেয় সে। সেই সাথে প্রতি সংযোগে মাসে মাসে ৫'শ টাকা আদায় করে জলিল।
নাম না প্রকাশের শর্তে এক বাড়ীওয়ালা জানায়, জলিল প্রথমে আমার বাড়ীতে সংযোগ দিতে নিয়েছে ৩০ হাজার টাকা। এর কয়েক মাস যেতে না যেতেই তিতাস কর্তৃপক্ষ লাইন কেটে দেয়। পরে সে আমার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে পূনরায় সংযোগ দেয়।
অবৈধ গ্যাস সংযোগ প্রদানকারী জলিলের সাথে কথা হলে তিনি প্রাথমিকভাবে সব অভিযোগ অস্বীকার করেন। তবে পরবর্তীতে অভিযোগ স্বীকার করে বলেন, মাসে মাসে ২'শ টাকা আদায় করে সে। এ টাকা দিয়ে কতিপয় মহলকে ম্যানেজ করে নিতে হয় বলে সে আরো জানায়।
এ ব্যাপারে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, আশুলিয়ায় বিভিন্ন এলাকায় অসাধু গ্যাস ব্যবসায়ীরা অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়েছে এমন খবর আমরা পেয়েছি। এরই প্রেক্ষিতে বিভিন্ন এলাকায় অভিযানও পরিচালনা করে আসছি। তবে যেসব এলাকায় এ অবৈধ সংযোগ রয়েছে সেসব এলাকায় পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে এবং এর সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।