মেহেরপুরে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার পোড়াপাড়া গ্রাম থেকে স্বামী দাউদ হোসেন ও স্ত্রী সাহিদা খাতুনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গাংনী থানা পুলিশের একটি দল মরদেহ দুটি উদ্ধার করে। পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যার পর স্বামী দাউদ হোসেন আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, বিকেলে বৃষ্টির সময় স্থানীয় লোকজন দাউদ হোসেনের বাড়ির পেছনের একটি ডুমুর গাছে দাউদ হোসেনের গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। পরে তার বাড়িতে গেলে সেখানে স্ত্রী সাহিদা খাতুনের গলায় ফাঁস লাগানো মরদেহ দেখতে পায় তারা। এ সময় লোকজন গাংনী থানা পুলিশকে ঘটনাটি জানালে পুলিশ মরদেহ দুটি নিজেদের হেফাজতে নেয়।
তিনি আরো জানান, মরদেহ উদ্ধারের বিষয়ে তদন্ত করা হচ্ছে। কি কারণে ঘটনাটি ঘটেছে সেটি দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে পারিবারিক কলহের জের ধরে এটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।