ঢামেকে ভর্তি এসিডে ঝলসে যাওয়া মাদ্রাসা ছাত্রী

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ডিগ্রী প্রথম বর্ষের ছাত্রী মিনহারা ফিদা(২০) দুর্বৃত্তের দেওয়া এসিডে ঝলসে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ এ দুর্ঘটনাটি ঘটে।
এসিড দগ্ধ ছাত্রীর বড় ভাই নুর উদ্দিন খাঁ জানান, সকালে মাদ্রাসা থেকে চর সাকচুড়া বাসায় ফেরার পথে তারাটিয়া নামক নির্জন স্থানে পেছন থেকে মোটরসাইকেল যোগে দুইজন অজ্ঞাত যুবক বোতল থেকে ফিদার দিকে এসডি ছুড়ে মারে।
এতে দুই হাত আর নাক থেকে থুতনি পর্যন্ত ঝলসে যায়। ওর চিৎকারে পরে স্থানীয় লোকজন উদ্ধার করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে হোসেন পুর থানা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে কিশোরগঞ্জ হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে রাত সোয়া দশটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়।
বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক ডাঃ তরিকুল ইসলাম জানান, কেমিক্যাল বার্নে তার মুখ এবং দুই হাতে ঝলসে গেছে। তবে সেটা এসিড জাতীয় কি না পরীক্ষার পর বলা যাবে। বর্তমানে বার্নইউনিটে ভর্তি রয়েছে।