ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


নোয়াখালীতে পিকআপ উল্টে নিহত ৪ শ্রমিক


২৮ জুলাই ২০১৯ ১৯:২০

ছবি সংগৃহিত

নোয়াখালী চৌমুহনী বাজারের নির্মাণ শ্রমিকবাহী পিকআপ ভ্যান উল্টে ঘটনাস্থলে চার শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১৫ জন শ্রমিক গুরুতর আহত হন। রোববার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ জানান, সকালে ফেণী থেকে নোয়াখালীর বেগমগঞ্জের বাংলাবাজারে বিল্ডিংয়ের ছাদ ঢালাই দেয়ার জন্য ১৯ জনের একটি গ্রুপ পিকআপ ভ্যানে করে যাওয়ার পথে চৌমুহনী সিঙ্গারের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে এক শ্রমিকের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত আরও ১৮ শ্রমিককে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী সদরের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, তাদের হাসপাতালে আনার পথে তিনজনের মৃত্যু হয় এবং আরও নয় জন চিকিৎসাধীন রয়েছে।