ঢাকা সোমবার, ১০ই নভেম্বর ২০২৫, ২৬শে কার্তিক ১৪৩২


চাঁপাইনবাবগঞ্জে ৫০০ পিচ ইয়াবাসহ ২ যুবক আটক


২৮ জুলাই ২০১৯ ০৪:৩৬

চাঁপাইনবাবগঞ্জের শান্তিমোড়ে ৫০০ পিচ ইয়াবাসহ ২ জনকে আটক করেছে সদর থানা পুলিশ।

ওসি অপারেশন মো. ইদ্রিস আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম এর নির্দেশনায় শান্তিমোড়ে অভিযান চালিয়ে ৫০০ পিচ ইয়াবা বড়িসহ ২ জনকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা শিবগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের মো. বাবু (২৫) ও একই উপজেলার বড়চক দৌলতপুর এলাকার মো. রিমন(১৯)।

শনিবার বিকেল ৫ টায় আটককৃতদের সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি ইদ্রিস আলী।