ঢাকা সোমবার, ১০ই নভেম্বর ২০২৫, ২৬শে কার্তিক ১৪৩২


রাজধানীর হাজারীবাগে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু


২৭ জুলাই ২০১৯ ০৪:২৪

রাজধানীর হাজারীবাগ বেড়িবাধ এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে রায়হান (৩০) নামে এক গাড়ি সার্ভিসিং শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ১২ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহতের সহকর্মী মোঃ রুমন জানান, একটি গাড়ি সার্ভিসিং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল খান জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মৃত রায়হান মাদারীপুর জেলার বাসিন্দা।