ঢাকা সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


ছেলেধরা সন্দেহ হলে গনপিটুনি না দিয়ে পুলিশে খবর দিন


২৭ জুলাই ২০১৯ ০৩:৫৪

পদ্মা সেতুর জন্য মাথা ও রক্ত লাগবে, এ ধরনের গুজব নিরসনে সহকারী পুলিশ সুপার জামিল আকতার (সিংড়া সার্কেল) শুক্রবার সিংড়া কেন্দ্রীয় জামে মসজিদে নামাজের আগে বক্তব্যে বলেন, এতদ সংক্রান্তে থানা এলাকায় মাইকিং এর মাধ্যমে প্রচারনা চালানো হচ্ছে।

এ ধরনের গুজব ছড়িয়ে যারা অস্থিতিশীল পরিবেশ তৈরী করছে বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছেলে ধরা হিসেবে সন্দেহ হলে গনপিটুনি না দিয়ে থানা পুলিশকে অবগত করুন।

বিশেষ কোন রাজনৈতিক মহল গুজব ছড়িয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করছে কি না সেটিও তদন্ত করা হচ্ছে।

দেশের স্বার্থে ও মানুষের কল্যানে সকলকে সচেতনতার সাথে কাজ করার জন্য অনুরোধ করা হচ্ছে।