ঢাকা সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


আশুলিয়ায় গণসচেতনতামূলক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


২৭ জুলাই ২০১৯ ০৩:৪৯

আশুলিয়ায় গণসচেতনতামূলক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন ইয়ারপুর ইউনিয়ন যুবলীগ।

বৃহস্পতিবার রাতে আশুলিয়ার গোরাট এলাকায় এ গণসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা।

প্রধান অতিথি ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ নূরুল আমীন সরকারের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আশুলিয়া থানা যুবলীগের সদস্য মোঃ মাহাবুব সরকার মাহু।

এ সময় প্রধান অতিথি বলেন, পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে’ বলে এক শ্রেণির কূচক্রীমহল গুজব ছড়াচ্ছেন এবং এটিকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিয়ে হত্যা করাসহ নানা অপরাধমূলক কর্মকান্ডে লিপ্ত হচ্ছে। তাই গুজব ছড়ানো এবং গুজবে কান দেওয়া থেকে বিরত থাকুন। কাউকে ছেলেধরা সন্দেহ হলে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নিবেন না। কাউকে সন্দেহ হলে তাকে পুলিশে সোপর্দ করুন কিংবা ৯৯৯ এ কল দিয়ে অবহিত করুন।

এসময় উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক মোঃ সোহেল সরকার, ইউনিয়ন যুবলীগের সদস্য পবিত্র দাশ ও ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ আমজাদ পহলানসহ আরো অনেকে।

অনুষ্ঠানের উদ্বোধক বিশিষ্ট ব্যবসায়ী জামান মোল্লা, আয়োজনে ইউনিয়ন যুবলীগ নেতা রতন আহাম্মেদ ও উপস্থাপনায় ছিলেন ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ রনী সরকার।

অন্যদিকে সৌজন্যে ছিলেন কামাল সরকার, শাকিল আহাম্মেদ, শহীদুল ইসলাম, শাহীন ও আবুল হোসেন।

সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।