ঢাকা সোমবার, ১০ই নভেম্বর ২০২৫, ২৬শে কার্তিক ১৪৩২


কামরাঙ্গীরচরে স্কুলছাত্রের আত্মহত্যা


২৬ জুলাই ২০১৯ ০৩:১৮

কামরাঙ্গীরচর এলাকায় ইয়াসিন আরাফাত তনু (১৫) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কামরাঙ্গীরচর সিলেট বাজারে শোয়ার কক্ষে ফ্যানের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।

পরে অচেতন অবস্থায় পৌনে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

নিহতের ভাই মোস্তফা জানান, মা মনিরা বেগম লেখাপড়ার জন্য বকাবকি করলে তার সাথে অভিমান করে দরজা বন্ধ করে ফ্যানের সাথে রশি দিয়ে ফাঁস দেয়। পরে তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন।

ঢামেক ক্যাম্পের সহকারী উপ পরিদর্শক এ এস আই আব্দুল খান জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মৃত তনু কামরাঙ্গীরচর ইসলাম নগরের মোঃ জাহাঙ্গীরের ছেলে। তিন ভাই দুই বোনের মধ্যে সে ছিল ছোট। ফাতেমা আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেনীতে পড়তো তনু।