জামালপুরে বন্যাকবলিত এলাকায় নৌকা ডুবে ৫ শিশুর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের মৌলভীবাজার বন্যাকবলিত এলাকায় নৌকা ডুবে ৫ শিশুর মৃত্যু হয়েছে। সরিষাবাড়ী থানা পুলিশের ওসি মাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার দুপুরে প্রাথমিক বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী বন্যার পানিতে নৌকায় খেলা করছিল। এ সময় নৌকাটি ডুবে গেলে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নতুনসময়/এমএন