ঢাকা সোমবার, ১০ই নভেম্বর ২০২৫, ২৬শে কার্তিক ১৪৩২


দেওয়ানগঞ্জে বন্যার্তদের জন্য আরও ত্রাণ সামগ্রী বরাদ্দ দেওয়া হবে


২৫ জুলাই ২০১৯ ০৬:৪৭

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতি পরিদর্শন এবং বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে এসে দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বলেন,এবারের বন্যা ৮৮ বন্যার চেয়েও ভয়াবহ হয়েছে। আমি অসুস্থ থাকার পরও আপনাদের এই বিপদ দেখে আর ঘরে থাকতে পারলামনা। আমি দেওয়ানগঞ্জের বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য দূর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ইতিমধ্যে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী আপনাদের জন্য পাঠিয়েছি। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আরও বরাদ্দ দেওয়া হবে।

ত্রাণ বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা, আবুল কালাম আজাদ ( মেডিসিন), সাবেক পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু, উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ ইমরান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সৈয়দ আবু আহাম্মদ শাফী এবং জিএস ইমরান প্রমুখ সহ নেতাকর্মী বৃন্দ।