ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


নাচোলে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু


২৫ জুলাই ২০১৯ ০৪:২৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের বাশঁবাড়ি সিঙ্গলপুরে একটি মাঠে জমিতে ধান লাগানোর সময় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে।

নিহতরা নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের সূর্যপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে মইনুল ইসলাম কালু (৩৭), একই উপজেলার একই ইউনিয়নের বেড়াগ্রামের কবির আলীর ছেলে আরমান আলী(৩০)।

স্থানীয় বাসিন্দা ও ফতেপুরের নয়ন ঘোষ জানায়, বুধবার দুপুর দুইটার দিকে নাচোলের বাঁশবাড়ির যোকার মাঠে ধানের জমিতে কাজ করছিলেন কৃষক আরমান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
অন্যদিকে বেলা ১২ টার দিকে সিঙ্গলপুরের একটি মাঠে ধানের জমিতে কাজ করার সময় একই কারনে মারা যান কালু।

নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী যোবায়ের হোসেন বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু নিশ্চিত করেছেন।