ঢাকা সোমবার, ১০ই নভেম্বর ২০২৫, ২৬শে কার্তিক ১৪৩২


যশোরে যুবককে গুলি করে হত্যা


২৫ জুলাই ২০১৯ ০২:১৬

যশোরে দিনে-দুপুরে ইমরুল (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার ভাতুড়িয়া গ্রামের একটি মাছের ঘেরের পাশে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। নিহত ইমরুল ভাতুড়িয়া গ্রামের নূর ইসলামের ছেলে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মনিরুজ্জামান লর্ড জানান, ইমরুলের বুকের বাম পাশে গুলি লেগেছে। অপারেশন থিয়েটারে নেয়ার পর তার মৃত্যু হয়েছে।

কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, বিস্তারিত এখন বলতে পারছি না। ঘটনাস্থলে যাচ্ছি, পরে জানাবো।


নতুনসময়/এমএন