নারায়ণগঞ্জে পিকআপ-নসিমনের সংঘর্ষে নিহত ৩

ঢাকা-সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিকআপ ভ্যান ও নসিমনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন যাত্রী। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার কর্ণগোপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের (ওসি) আব্দুল কাইয়ুম আলী সরদার জানান, ঢাকা-সিলেট মহাসড়কে রূপগঞ্জের কর্ণোগোপ এলাকায় কাঁচপুর থেকে ভুলতাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নসিমনের চালক রাব্বি এবং পিকআপ ভ্যানে থাকা দুই গার্মেন্ট শ্রমিক শাহাবুদ্দিন ও জাহাঙ্গীর নিহত হন। আহত হন পিকআপ ভ্যানের চালক ও হেলপার। আহতদের উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।