গাইবান্ধায় বন্যার পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

গাইবান্ধায় বন্যার পানিতে ডুবে ১০ বছরের শিশু জহিরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) বিকাল ৩:৩০ টায় এ ঘটনা ঘটে। মোঃ জহির (১০) পিতা. রেজাউল মিয়া, পশ্চিম কোমরনই, খোলাহাটি ইউনিয়ন, গাইবান্ধা সদর।
জহিরসহ কয়েকজন বন্ধু মিলে দুপুরে বন্যাকবলিত এলাকা তার নিজ বাসার সামনে গোসল করতে নামে, গোসল করার সময় হঠাৎ জহির পানিতে ডুব দিলে আর উপরে উঠেনা,পরে ওর বন্ধুরা বাসায় এসে খবর দিলে বাসার লোকজন সহ স্থানীয় লোকজন মিলে অনেক খোজাখুজি করে পানির নিচে ডুবে থাকা অবস্থায় জহিরকে উদ্ধার করে। পরে জহিরকে নিয়ে হোন্ডা যোগে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার জহিরকে মৃত ঘোষণা করে। পানিতে ডুবে জহিরের অকাল মৃত্যু বরন করায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।