ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


ছেলেধরা গুজবে কান না দেয়ার আহ্বান জানালেন চাঁপাইনবাবগঞ্জের এসপি


২৪ জুলাই ২০১৯ ০২:৪৩

‘ছেলেধরা গুজব’ ছড়িয়ে পড়ছে। ছেলেধরা সন্দেহে গত কয়েকদিন ধরে রাজশাহী অঞ্চলের বিভিন্ন স্থানে বেশ কয়েকজনকে গণপিটুনী দেয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে রোববার রাজশাহী, নাটোর ও মান্দায় ১০ জনকে গণপিটুনি দেয়া হয়। এ নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। ফলে পুলিশের পক্ষ থেকে এ ধরনের গুজবে কান না দেয়ার আহ্বান জানানো হয়েছে।

জনসচেতনতা সৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জেলার বিভিন্ন উপজেলার সাধারণ মানুষকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম।

এছাড়াও গুজবে বিভ্রান্ত হয়ে ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে না নেয়ার জন্যও অনুরোধ জানানো হয়েছে। গুজব থেকে বিরত থাকতে ও এ ধরনের বিষয়ে দ্রুত সংশ্লিষ্ট থানা পুলিশ ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণকে অবহিত করার আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে গুজবে কান না দিয়ে কাউকে সন্দেহ হলে প্রয়োজনে ৯৯৯ -এ কল দিন।