ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


গুজব নিরসনে বিশেষ সভা ও মাইকিং


২৩ জুলাই ২০১৯ ০৫:৫৩

পদ্মা সেতুর জন্য মাথা ও রক্ত লাগবে, এ ধরনের গুজব নিরসনে বিশেষ সভা ও মাইকিং এর মাধ্যমে জনসচেতনতামূলক প্রচারনা চালানো হচ্ছে। জনসাধারণ যেন বিভ্রান্ত না হয় সেজন্য স্থানীয় সুধী মন্ডলীর সাথে মতবিনিময় করা হয়েছে।

এতদ সংক্রান্তে থানা এলাকায় মাইকিং এর মাধ্যমে প্রচারনা চালানো হচ্ছে।
এ ধরনের গুজব ছড়িয়ে যারা অস্থিতিশীল পরিবেশ তৈরী করছে বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছেলে ধরা হিসেবে সন্দেহ হলে গনপিটুনি না দিয়ে থানা পুলিশকে অবগত করুন।

বিশেষ কোন রাজনৈতিক মহল গুজব ছড়িয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করছে কি না সেটিও তদন্ত করা হচ্ছে।

দেশের স্বার্থে ও মানুষের কল্যানে সকলকে সচেতনতার সাথে কাজ করার জন্য অনুরোধ করা হচ্ছে।