ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


বান্দরবানে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা


২৩ জুলাই ২০১৯ ০২:০৫

বান্দরবানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মং প্রু থোয়াইকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

সোমবার (২২ জুলাই) সকালে সদর উপজেলার রুলাইং এলাকায় এ ঘটনা ঘটে।

মং প্রু থোয়াই রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

স্থানীয়রা জানায়, সকালে সন্ত্রাসীরা রুলাইং এলাকায় তাকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কমৃকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত এখনই কিছু বলা যাচ্ছে না।


নতুনসময়/এমএন