মেহেরপুরে চিকিৎসক লাঞ্ছিত

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এম কে রেজাকে লাঞ্ছিত ও পিটিয়ে আহত করেছে স্থানীয় সনো ডায়াগনস্টিক সেন্টার মালিক বিজয় ও তার লোকজন। ওই ডায়গনস্টিক সেন্টারে এক রোগীর ভুল মেডিকেল রিপোর্ট দেওয়ার প্রতিবাদ করায় রোববার সন্ধ্যায় হাসপাতাল ডরমেটরিতে হামলায় চালায় ও ডা. এমকে রেজাকে পিটিয়ে জখম করে তারা।
এ ঘটনায় বিক্ষুদ্ধ হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মচারীরা হামলকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে। এদিকে ডায়গনস্টিকের মালিকের এমন ধৃষ্টতায় বিক্ষুদ্ধ হয়ে পড়েন হাসপাতালে কর্মরতরা। তারা কাজকর্ম বন্ধ করে হাসপাতালের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন। সংবাদ পেয়ে এমপি সাহিদুজ্জামান খোকন ঘটনাস্থলে যান এবং আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশকে নির্দেশ দেন।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান বলেন, ঘটনার পর থেকেই বিজয় ও তার লোকজন আত্মগোপন করেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।